কোন ক্ষতি হতোনা
যদি আরো কিছুদিন জটিল অংকের সমাধান দিয়ে যেতে

মাথাভাঙ্গার জল তো ফুরিয়ে যায়নি
সেতুটিও দাঁড়িয়ে আছে, জীবনের এপার-ওপার;
শুধু খেয়া ঘাটটি নেই । নৌকোর জন্যে অপেক্ষা কিসের ?

অথচ সবুজ মাঠ, স্কুলের ঘন্টা, ক্লাস, লাইব্রেরি, আড্ডা
আজ সব অপেক্ষা করছে...  

কেবল মহাকালের কোন অপেক্ষা নেই...



. . . আমার স্কুল জীবনের শ্রদ্ধেয় শিক্ষক এমদাদুল হক স্যারের অকাল প্রয়ানে নিবেদিত ।