একটা শালিক নদী । পাড়ে কিছু বকও ছিল
এখন নেই । জলে শুধু কুমির
কুমির আবার উভচরী
তোমাকে শুধু সুজন মাঝি হতে হবে
লগি-বৈঠার প্রশিক্ষণটা জেনে রাখা ভালো
তাতে কুমিরের বন্ধু হওয়া সহজ
এভাবেই তৈরী হয় একটা সুজন মাঝির দেশ
কুমিরে গণতন্ত্র খেয়ে ফেললেও
১৬ ডিসেম্বরে গান গাওয়ার অধিকার তুমি পাবে-
"এক সাগর রক্তের বিনিময়ে
বাংলার স্বাধীনতা আনলো যারা
আমরা তোমাদের ভুলবনা" ।
শালিক নদীতে ঝিকমিক করে উঠবে জল...