শেয়ালের ডাক । জবুথবু শীতে
রাত দুপুর হলেই শুরু হবে লংকাকান্ড
অথচ পাখির কোন বিয়োগল লাগেনা
কিছু সুর বুকের মধ্যে কান্নার মত
দলা পাকিয়ে বেজে উঠে
এভাবেই চলছে পঁয়তাল্লিশ বছর...
পাখির জন্যে বিস্ময়কর আয়ু বটে
প্রতিবছর'ই কিছু শেয়াল, গভীর রাতের পর
গর্ত ও আখ ক্ষেত থেকে বেরিয়ে আসবে
বিশ্বস্ত বন্ধুর মতো, কুকুরের সাথে
থোকা থোকা আলোর ফুলের মধ্যে
এসব দেখার অভিজ্ঞতা পাখির অনেক হয়েছে ।