কিছু মুখ ফিরে আসে ঘুম চোখে
পাশাপাশি হাঁটে, কথা কয়;
এত যে ধার, দেনা, বাড়িভাড়া, বকুনি
তবু হাড়কিপটে সময়
একটুও ধার দিতে পারেনা ছেলেবেলা
ডাব না পড়লেই কি ঝুনো নারকেল ?
একদিন হৃদয়েরও বয়স বাড়ে
কিছু মুখ আঁধারে মলিন হয়, ডাকে
নক্ষত্রের কোলে মাথা রেখে
চাঁদ মামা হাসে...
শূন্যতাকে পড়া যায়না কিছুতেই