হাউশ করে কেউ আর আউশ বোনেনা
আমনের ক্ষেতে জলের অভাব, ফাঁকি...
লাঙ্গল-গরু নিয়ে কে যায় মান্ধাতা ?
ইরি ধানে বাম্পার ফলন জেনেও
এখনো আনাড়ি কৃষক আমি, অভুক্ত;
সূর্য ডুবলেও আষাঢ়ের বেলা যায়না
একটুখানি চান্দা মাছের ঝোল কিংবা চচ্চড়ি
সারাদিনের ক্লান্তি, সরিষার তেল, বেগুন ভর্তা;
গেঁয়ো ভূত, তোর কিছু হবেনা
কর্পোরেট অফিসলাগোয়া হোটেল
কেবল গলা কাটেনা, বলে ঘরোয়া ।