এখনো কিছু সিংগাড়া চোখ
আকাশ পাড়ি দিতে গিয়ে
দ্যাখে উড়াল সেতু,
বুকভরা বাতাসে রঙিন ঘুড়ি উড়ছে ...
হাঁটুভাঙ্গা 'দ'-এর কোন বিরক্তি নেই
পঙ্গু হাসপাতালে নতুন ক্র্যাচের স্তুপ,
দন্তন্য'র নদীতে তবু পাল তোলা নৌকা
অনায়াস বয়ে যায় পদ্মা মেঘনা যমুনা...
মিডিয়ার সরবতে বেকার তেজপাতা ভালোনা;
মামু রাগ করে, মামীরও মন খারাপ হয় ।