খেই হারানো নদী এবার তারছেঁড়া গিটার
সময়ে অসময়ে ঢং ঢং...
বুকের উপতক্যায় রাখো রংধনু চোখ,
আলো ও শব্দের গতি ম্লান !
বানের আগেই যদি ভেসে যায় সব খড়কুটো
তবে পুলসিরাত ভাবনাটা আকাশের'ই থাক
কোমর জুড়ে একটা গিট্টু বাঁধা লাজ
নদীও জানেনা, সেটা ছায়া না পাজামা !