কিছুই হারাতে দেবোনা,
রাস্তাটা চলে যাবে সবুজের মাঝ দিয়ে...
দু'চোখে ফসলী সুখ । আমি হাঁটতে পারবনা
শক্ত মাটিতে পায়ে হোঁচট
আকাশ দেখুক এক আকাশ ভালবাসা...
চোখের কোণায় তেত্রিশ বছর
রাত পোহালে আমের মুকুলে কুয়াশা
এখনো বারান্দা ধরে হেঁটে যায় সোহাগী বায়না...