মুখে ভাত উঠাব
হঠাৎ একটা অতিথি পাখি এসে বলল,
আমি সাত হাজার মাইল পাড়ি দিয়ে এসেছি
আমার সকালটা টপ করে বিকেল হয়ে যায়
তারপর সর্ষেতেল ছাড়া টানা ঘুম...
অন্ধকারে ঢিল ছুড়ে বড় কর্পোরেট
মুখের কাঠিন্যে দারুণ নির্ভরশীলতা;
তুই তো মৌমাছি, সরে দাঁড়া...
মধুর রাজ্যে ভাল শিকারী একজনই
ধর্মটা সহজ, নরম জায়নামাজে ।