একবার দু'বার তিনবার
নিঃশেষ হয়ে যাচ্ছে কাঠি...
একটু উষ্ণতা চাই,আগুন এবং শান্তি
যদিও শীতের প্রকোপ খুব একটা নেই
তোমার মুখে এত বিরুক্তি কেন ?
ফ্রিজে রাখা আছে পুরানো খেঁজুর গুড়
চাইলেই বানাতে পারো রস পিঠা
তার আগে আগুন জ্বালানোটা
আমার খুব জরুরী ।