বেলা পড়ে গেছে
সাঁঝের মায়ায় কিছু শব্দবাতি তৈরী,
দিয়াশলাইয়ের কাঠিটা ঘষটা দিতেই
শুরু হলো হুরমতি ঝড়
তারপর পাঁচ আঙুলে শিলাবৃষ্টি...
এই তো জলতরঙ্গ প্রেম
নানরুটি শরীরে নাও ভুনামাংস স্বাদ,
তারপর খেতে খেতে খেতে খেতে
একদিন মাংসাশী
যদিও পাখির পালকে ছিল তৃণভোজী প্রেম ।
খাঁচায় এখন রক্তের দাগ, ভাঙ্গা ঠোঁট
ঝরা পালকে সোনালী অতীত,
আকাশটা ছোট হতে হতে ছোট হতে হতে
তারকাহীন ।
ভারী চোখে দেখা যায়না দিগন্ত,
তবু কিছু মশা ও মাছি, এখনো ঘুর ঘুর...
আহারে, সাঁঝের মায়া
পদ্মপুঁটি শরীরে কেবলি নিভে যায় শব্দবাতি...