ঘোর সন্ধ্যায় যখন কার্তিকের মেঘ
আকাশজুড়ে...
শীত তো চাইতেই পারি, একটু উষ্ণতার জন্য
আহারে ছন্নছাড়া ঘুম,
স্বপ্নই পারে মৃত্যুকে ডেকে আনতে
সাধ ছিল যার বেঁচে থাকার
একটা নগ্ন ও নির্জন হাত
সন্ধ্যার মতো ঘোর অন্ধকারে
হারিয়ে যায়...
বৃষ্টি হলেই কি শীত আসবে ?
উষ্ণতার চোখে দেখি পতেঙ্গাকান্না