১.
হিমালয়ে আরোহণ সহজ নয়
কিংবা চাঁদের পিঠে পা রেখে
                 মঙ্গলের মাটি;
পৃথিবীর সব অসম্ভবকে সম্ভব

কলার ভেলায় চেপে নীল সাগর পাড়ি...

শুধু তুমি যদি বলো, 'ভালোবাসি' ।

২.
তোমার হাতে যাদুর কাঠি,
হাড়কে মানুষ বানিয়ে
             কামরূপ-কামাখ্যা...

বৃষ্টি কি খুব বেশি চাওয়া ?
মেঘের কোলে এক চিলতে হাসি

শুধু তুমি যদি বলো, 'ভালোবাসি' ।