হাত বাড়ানো আছে
এবার একটু কোল পেতে দাও,
শুবো ।
কি দরকার নরম বিছানার ?
শুধু শুধু মেরুদন্ডে ব্যথা !
তার চেয়ে পাকা হাড়ে বনসাই আলাপন...
জানো, টেলিফোন আর ভাল লাগেনা
তোমার সাথে চাই একটু গঙ্গাজল সাক্ষাৎ
তিস্তা কি শুকিয়ে কাঠ ?
আমারও ইচ্ছে হয় ভিজিয়ে দিতে,
মেয়াদি জ্যোৎস্নায় শরীরজুড়ে রক্ত
আহা, আমরা ভেসে চলেছি অজানায়...