চিনতে চিনতে চিনতে চিনতে
একদিন রাতের আকাশে নক্ষত্র;
পিছনে কিছু নেই, একটা জলজ সন্ধ্যা
কিংবা কোন এক মধুচন্দ্রিমা রাত
নিঃশ্বাসে হাঁসফাস
আলো-আঁধার, পৃথিবী শুরু...
কিছু পাথর, বুকের হাড়ে জমে থাকা কিছু ফেনা
তিরাশি বছরে মুছে ফেলা য়ায়নি;
অন্ধকার তো নামবেই । ভুলে যেওনা
তারও চাওয়া ছিল কিছু ষড়ঋতু শান্তি ।