সেই কবে চালকুমড়ো লতা ছুঁয়েছিলাম
এক হাতে চুন মেখে গালে গালে পীরিত,
তারপর এক দৌড়ে পুকুরপাড়; বড় তো হতেই হয়
কাঁটাখালির মাঠ, একদিন সাহসী সন্ধ্যা...
এসব পুরানো কাঁথায় মুখ গুঁজে আজো নতুনের ঘ্রাণ !
ইটের ভাঁজে এখন চকোলেট হিরো, ফুলপরীদের ঘুম হারাম
তিন মাস পর কবিতার সব উপমা যখন পুরানো
তখন ক্রস ফায়ারকে যতই বলো বন্ধুক যুদ্ধ,
বিদেশী ডিগ্রী কিনলে দেশরত্ন পুরানো হবেই ।
ভাবছি, তোমার মুখটাকে কী করে যে নতুন করে রাখি !