তোমার মুখের হাসি যখন ম্লান
এবং আরেকটি ভোর এনে দেওয়ার আগেই
কোকিলের কান্না আর সূর্যদেবের অপেক্ষা...
ভুলের মিছিলে যত ক্ষয়ে যাওয়া সময় !
সন্ধ্যামণির চোখে ছিল রজনীগন্ধ্যা রাত
মাঝে ভয়, আতংক, সন্দেহ, ধোঁয়াশা...
অথচ হলুদ গাঁদা বলেছে, পথ দেখাবে সর্ষেফুল
তুমি-আমি আরো একটা জনম পার...