ব্লাক-হোলে সোনার বাংলা পড়লে
শকুনের আয়ুতে তুই দীর্ঘজীবী...
গোর নেই যার, তার আবার গোর আযাব কি ?
চুড়ান্ত সিদ্ধান্তে ওটা একটা কাঠের বাক্স
তবু ফুল-চন্দন পরে ঝুলছে নাকের ডগা...
মেনে নিলেই যানাজাহীন মুর্দা
যেমন কথার ফাঁপড়ে মন্ত্রীত্ত্ব মাগনা
চুল গজানোর পর যদি বলো, কেন কুঁকড়া হয়না ?
বাতাসকে দোষ দিয়ে লাভ নেই
দেখে নেওয়ার পালা শেষ হবেনা, কারণ
পদ্মা, মেঘনা, যমুনার জলে জমেছে ছত্রাক
প্রতিদিন ভেসে যাচ্ছে অসংখ্য বুক...