দাড়ি-মোঁচে তা দেয়
জমকালো ছানাবড়া
হাতের মুঠোয় নিয়ে ঘোরে
স্বর্গ...
একটুখানি থ্রি নট থ্রি বন্ধুত্ব
পয়তাল্লিশ বছর গরু ছিলে
মেরুদন্ড বাঁকা !
কে উড়তে চায় ডানাকাটা ?
অর্থহীন স্বাধীনতা
বিচ্ছিন্নতাবাদ
জঙ্গিদমন ।
কলিজায় হাত দিয়োনা
মাইগ্রেন শুরু হয়ে যাবে,
আকাশে ধোঁয়া, অগনন আত্মা...