ভিটেটা দাঁড়িয়ে আছে
অন্ধকারে কবেই তুমি সীমানা পার !
বলো, হৃদয় তাক করে কে দেগেছিল কামান ?
এখনো ঠাকুর ঘর । কলা চুরি করিনি
ফুলেল বেদিতে বসে আছো তুমি
যত পারি আজ মন চুরি করব...
উলুধ্বনি দাও । ঢাকের বাড়িতে
কে নাচে কহোনা পেয়ার হায় ?
খৈ, মুড়কি, বাতাসাতে মিষ্টিমুখ
এই নাও জরিন ফিতা, খোপায় দাও ফুল
এতদিনে তুমিও কি লাল বেনারশি ?
চোখ বন্ধ করলে হৃদয়ে স্বর্ণমন্দির
আজও জিলাপি ভাজার গন্ধ পাই...