সুচের মধ্যে ঠিক ঠিক সুতো পরাতে পারলেও
কেরাম বোর্ডের গুটিগুলো বড্ড বেয়াড়া
ফার্স্ট হিট টার্গেটে বার বার গর্ত মিস
যখন ইঁদুর বাঁচাতে বিড়ালের গলায়
ঘন্টা বাঁধার সময় শেষ !
গ্রাম আর শহুরেঘুড়ির পার্থক্য বুঝতে ৪২ বছর
যদিও আমি ভাল ঘুড়ি নির্মাতা ছিলাম না ।
ভাবছি কাগুজে ঘুড়ির পরিবর্তে এবার পলিথিনঘুড়ি বানাব
যাতে বৃষ্টিতে ছাতা হিসেবেও ব্যাবহার করা যায়
তাতে ইঁদুরগুলোকে অন্ততঃ কিছুটা রক্ষা করা যাবে
বর্ষাটা যখন ক্রমশ দীর্ঘ হচ্ছে...