পায়খানায় বাস । গু-এর গন্ধ ! বলা যাবেনা
আট বছর তিন মাস
দেখলাম প্লেট ভেঙ্গে কত নাকের ডগা ছাতু !
বুনো শুয়োরের তবু কচু খাওয়া গেলনা ।
দুই টাকার চকোচকো আর এক টাকার মিল্কি লজেন্সে
চাঁদের হাসি পাওয়া দুঃসাধ্য !
আজ কে কাকে মারবে ?
মারুক ।
সোনাকে বুকের মধ্যে লালন করে
হয়ত দেখতে হবে একবিংশ শতাব্দির ক্ষুধা !
আর কত হাড়কিপ্টে হতে বলো আমাকে ?