১.
রাত পোহালেই ছুরির ধার
একটা গরু দু'টো খাসি,
ডিপ ফ্রিজে কি জায়গা কম ?
২.
বলোনা মন্দা বাজার । চোখ ধাঁধানো কারুকাজ
বসুন্ধরায় না পেলে যাও যমুনা ফিউচার পার্ক
ফ্যাসান হাউজে এখনো বাড়তি ভিড়...
৩.
মধ্য আয়ের দেশে কপালে ভাঁজ ?
বেকার যুবক । চাকুরীহারা । জঙ্গিবাদ ফ্রি
১৪৪ ধারা । কর্মচারী ছাটাই করা যাবেনা
৪.
ফার্মগেট, গুলিস্তানের সারা ফুটপাথ ঘুরে
যে জামাটা এখনো কেনা হয়নি
সেটা আর কোনদিনই কেনা হবেনা
৫.
গাজীপুরে বয়লার বিষ্ফোরণ । ৩১ জন নিহত
তাদের পরিবারকে শান্তনা দেওয়ার ভাষা
আমার জানা নেই !