একটুখানি তেজপাতা শরীর
বাটনা ছাড়া সু-গন্ধ...
আকাশে কাব্যমেঘ, একা একা
শরতের গুলশান-বনানী...
তোর এলোচুলে আমি কি পথিক বাবু ?
বলবিনা এমটি পকেটে ফাইভ স্টার
আজ সব বাতি নিভে যাক
কাপতাই লেক থেকে ধরে আনব
রাঙামাটি জ্যোৎস্না
সারারাত দাদরা, কাহারবা
কাঁই কিটি কাঁই, কিটি কিটি কাঁই...