ও আমার সোনার টুকরা ঘা,
বীনা পয়সার মলম, ফ্রি চিকিৎসা
কিছু নেবনা ।
তসবি দানায় কি ইতিহাস ?
কালো হিযাবে মাথা ঢাকা,
মুখে আল্লা-নবীজির নাম
এতিমের কান্না, আকুতি, স্বীকারুক্তি...
সিকি-আধুলি নয়, কাঁচা টাকায় ভর্তি
পেটের ক্ষুধা এখন মুড়িভাজা
চোখের নেশায় তবু আলতা-কাঁজল,
তুইও কি ফকির ? ঘা-এর উপর কেক কাটিস ?
সব ঘা শুকিয়ে গেলে বিষ ফোড়াটা নাই
ভিক্ষা দিবিনা বলে রক্ত শুষে খাই...