খুব সকালেই টাউন সার্ভিস
পা-দানিতে ভিড়, পকেটকাটা, ধান্দাবাজি...
এক হাতে বউ-এর সকাল, নির্ঘুম রাত
অন্য হাতে জোরছে চলো, সময় নাই
দিন কি আমার কুলি-মজুর ?
গিভ এ্যান্ড টেক-এ রাস্তা মাপো ?
গরুর হাটে কোরবানীর ঈদ
গায়েবি পকেট বাড়তি ঋণ
শিকড় এবার পিচঢালা পথ
মাটির টানে আকাশ পার...
অফিস শেষে জঙ্গি আমি
টার্গেট বাসটা ধরতে জানি,
ভদ্র মহিলা কি চিৎকার দিলো ?
না না কানটা নয়, দুলটা নিলো
যাক, ঈদটা এবার স্বার্থক হলো ।