তোর ঠোঁটে তো কামড় দিইনি,
তবু এত চিৎকার ? আকাশ-বাতাস...
বেওয়ারিশ যত ভাবনাগুলো তোর
ফুটপাথ না পেলেই
যখন অনায়াস কয়েদি আমি,
৩০২-এর 'ক' ধারায় যায়'ই থাক
ভালোবাসা কি রাষ্ট্রদ্রোহ অপরাধ ?
দেখবি, তোর ক্যাঙ্গারু বাবুও একদিন
ঘটি-বাটিতে হবে পগারপার
আমিও জানি বিচার বিচার খেলা...