তোর বুক
এখন ভাদ্রের তালপাকা দুপুর,
জল থৈ থৈ মাঠ পেরুলে
যখন আমার কানাকড়ি সুখ !
হিমালয় কি অনেক দূর ?
বরফ গলে পাহাড় নদী-অকুল...
ঘাম ও ঘাসের গন্ধে পুবালী মন
শীতের কাঁথা মুড়ি দিলেও
ভুলে যেতে পারেনা খরার ডাক !
তুই বৈশাখ হতে পারবিনা
অথচ জৈষ্ঠ আমার প্রাপ্য !
আষাঢ়ের কানে কে দিচ্ছে এন্ট্রি ফারাক্কা ?
চৈতন্য দেব, তুমি মিটি মিটি হেসোনা ।