ধুতরা ফল-এ সুগার কোটেড, ফেরি করে বেনিয়া
অন্ধকার মুখে আলো দেবে
কাঁটাতার পার হয়ে যদি কিছু পাওয়া যায় লাভের অংশ...
কয়লাতে ময়লা নাই, সুন্দরীর শরীরে কেবল ধোঁয়ার শাড়ি
বাঘ ও হরিণের গায়ে যখন অনায়াস শীতের কাঁথা,
মানুষগুলো সব ছাগল আর গরু
নাকে খত দেওয়া মহামান্য আমার
দয়ার সিংহাসনে নাচছে বানর নাচ...
দল কানারা থাক, কলসী ভরা প্যাট
আমরা বিদ্যুৎ চাইনা, সুন্দরবন চাই ।