গুটানো লেজ, হার্ডডিস্ক ফাকা
জেনে নেওয়া ভাল, নির্বিষ
চাঁদাবাজি, খুন, ধর্ষন, ক্রস ফায়ার
ডেস্কটপ থেকে উধাও,
এখন তোর কোলে মাথা রেখে সর্ষেতেলঘুম...
ক্রাইং প্র্যাকটিস-এ বেনিফিসিয়ারি
জানি, হারিকেন জ্বেলে খুঁজে পাবিনা
তোর বাপের কবর ।
এত জল কোথা থেকে আসে রে ?
কালো ব্যাজ এ শোক মিছিল...
তুইও মরে গিয়ে দ্যাখ,
লতানো পরগাছা নতুন মন্ত্রনালয়ে
কত বিশ্বস্ত আর নতজানু !
আলোর সাথে অন্ধকারের ঐক্য হবেনা,
বগা তুই মাছ খাবি ? বিল শুকাবেনা
কাকের গু-খাদ্য যখন সহজলভ্য ।