সাতশো এক এ আগ্রাসী
ছেঁড়া কাঁথায় দাগা দেবো কি ?
আকাশজুড়ে ধোঁয়া ও অন্ধকার
এরমধ্যে বাইশ রাউন্ড ফায়ার-লক্ষ্যভেদ
এখন জমানো তেলই ললাট লিখন
দূর্বোধ্য হাতের রেখায়
মশার লাথি, মাকড়োশার জাল,
চামচিকে অবরোধে আকাশ-পাতাল...
গরু, ছাগল, হাঁস, মুরগি নিয়ে
তবে আমিও কি বানভাসি ?
প্রতিক্ষার নতুন চরে ভূমিহীন কৃষক ?
আমার শুধু একটা কাজ চাই রে, একটা কাজ ।