সারাদিন বসে বসে ঝগড়া করার মানুষ নাই,
কখন আসবে তুমি ?
শরীরের ঘামে জমে নুন
দু'হাত মেলে এই আমি আকাশ-পাতাল,
ঝরা পাতার বাসরে বসেছে উইং স্কেল
মেপে যায় জীবন মূল্যে কেনা প্রাত্যহিকি...
বেগুন আলু পটলেও কি বিষ ?
তবে তোমার ঠোঁটের বিষ মারাত্বক না হলে
অনায়াসে পাড়ি দিতে পারি বঙ্গোপসাগর ।
সত্যিই আজ খুব ক্ষুধার্ত আমি,
তোমার হাসি দিয়েই শুরু করা যাক রাতের প্রথম প্রহর ।