লেকের জলে ছায়া পড়ে,
কী এক অনাবিল প্রশান্তি !
থাকনা রাজপথ উন্মুক্ত
স্পর্শ আর ঠোঁটের আহবান
পদব্রজে দীর্ঘ মরুভূমি...
খুব করে এক গ্লাস জল চাই
আরেকটু জাপটে ধরো মেয়ে
মেঘ কি বৃষ্টির কথা বলেছে ?
আজ, কাল কিংবা তারও পরে
নতুন লেকপাড়ে অদৃশ্য হাত
একদিন পিপাসারাও পরিসমাপ্তি চায় ।