দাদা বলেছে, সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে ।
কার মুখে এত পবিত্র বাণী যে ছুরি, রামদা কিংবা
এ কে ৪৭-এর পারফেক্ট নিশানায় দিতে পারে
হট টেম্পার জিলাপী ভাজার গন্ধ ?
যদিও দুঃস্বপ্নের রাত এখনো শেষ হয়ে যায়নি
ঢাকা কোলকাতা মুম্বাই প্যারিস লন্ডন...
ভিডিও বার্তায় যত মুখ ঢাকা মুখোশ
আর কতবার মোল্লা বাড়ি পার হয়ে যাবে মুরগি ?
এবার একটা কৈতরী দৌড় লাগাও,
তার আগে মৌলভি সাহেবের হাতে ধরিয়ে দাও
জুমাবারে পঠিতব্য খুতবার খসড়া
গুরুহীন জাকের নায়েকের এত জ্ঞান মেনে নেওয়া যায়না ।