১.
কুয়োর মুখে শুধুই এক ফালি মেঘ
ঝর্ণাজলে চলছে অভিমান...
যতই বলো, হাতের কাছে ভরা কলস
পিপাসাতে প্রাণ যায় !

২.
পান থেকে চুন খসলেই কি
মহাভারত অশুদ্ধ হয় ?

শিঙ্গা নিয়ে বসে থাকে ইসরাফিল !