১।
ঘুম ভেঙ্গে এক ঘটি জল
সূর্য উঠলেই আকাশ-পাতাল,
চোখে-মুখে আগামী দিন


২।
জলের দিকে না তাকিয়ে পুকুর পাড়ে হাঁটি...
মাথার উপর খাড়া বৈশাখ,
তবু বলছো বাড়ি ফিরে করি কথার বরখেলাপ !


৩।
গলিটা রাজ পথে যায়নি
তবে শাখারও আছে প্রশাখা,
আমার আছে শুধু মূল !