চৌম্বক-প্রেমে লোহা, হাত বাড়াও...
উর্ধ্বাকাশে অদেখা ভূবন,
কে তুমি বসে আছো, অন্তর জুড়ে আলো ?
মাইনাস দুই ডিগ্রী তাপ মাত্রায় জমে যাওয়া শরীর
চব্বিশ ঘন্টা হট ওয়াটার, বরফ ঢাকা রাস্তা
এই তো পাহাড় গলছে, গরমে সূর্যের তাপ,
কোথায় তুমি, একটু স্বস্তি দাও !
এগার মাস পর মসজিদে জায়গা নেই
একদিন-দু'দিন-তিনদিন, সিজদার হাত কমছে...
সামনে পূণ্যময় রাতের অপেক্ষা, অনেক সোয়াব !