প্রেমিক পুরুষ, বুকের বোতাম খুলে
দাঁড়িয়ে আছে । পাগলা হাওয়ার বাদল দিন,
মেঘের চোখে যত স্বপ্নের ঘর-বসতি...
কাইল্যা মামুনের সাগরেদের গায়ে ছিল লাল শার্ট
জানা ছিল না উত্তম-মধ্যমের স্বীকারুক্তি
তাই, লাল গেঞ্জি পরে তুমি কি রাসপুটিন ?
চলো, ছাতিম গাছের নিচে চালাই সাঁড়াশি অভিযান
ক্রস ফায়ার মাফ, সারারাত চোখবাঁধা হাজতি;
বিড়ালের গলায় কেউ ঘন্টা বাঁধতে আসবে না !