১।
সিয়াম আসলেই বাজার গরম
ছোলা দানায় হাত দিওনা,
বেগুন-শশাতে আগুন !

                   ২।
                   চক বাজার সাজছে
                   জিভে জল আসছে
                   সংযম বসে কাঁদছে      

৩।
তিন দিন না খেয়ে যে ছেলে পথশিশু
দু'চোখে তার লাল-সবুজ পতাকা,
ক্যাপসুল লিফটে উপরে উঠছে চাঁদতারা জৌলুস...