লাল সাইকেলটি চুরি হয়ে গেছে
কিশোর ছেলের ইচ্ছে, চোরকে ঘুষি মারার
কিন্তু পুলিশ অফিসার বলেছে, ঘুষি মারতে প্রশিক্ষণ লাগে ।

শুরু হলো অদম্য ইচ্ছায় কৌশলের ভিন্নতা
শক্তি ও সামর্থে দুনিয়া কাঁপানো মুষ্ঠিযোদ্ধা
একদিন হয়ে গেলেন মুহাম্মদ আলী ।
আলোকিত হৃদয়ে যাঁর পরিশুদ্ধ মানবিকতা
সে তো বলতেই পারে -
তোমরা যাও, ভিয়েতনাম যুদ্ধে আমি যাবনা
রাষ্ট্রীয় মত মানিনা, ব্যক্তিমতে অটল ।

সাগর সেঁচে মুক্তো আনতে পারে ভালোবাসার পানকৌড়ি
সুফিবাদী হৃদয়, মৃত্যু তোমাকে কোথায় নিয়ে যাবে ?
পরম মমতায় বেঁচে থাকো প্রিয়,
এ বাংলা তো তোমারও স্বীকৃত আশ্রয় ।



বিঃ দ্রঃ উল্লেখ্য যে এই মহা নায়ক ১৯৭৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন এবং তাঁকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয়েছিল ।