রাস্তাটা চলে গেছে...
পৃথিবীর প্রান্ত বলে কিছু নেই,
এই হাত পাখির ডানা হতে পারেনা
তবু নদীর ওপারে সবুজ ঘাস
নগর, কোলাহল, ইট, পাথর...
আকাশ জুড়ে এত যে মেঘের কারুকাজ
অথচ বৃষ্টি হলেও মুছেনা চোখের কালিমা ।
সারাদিনের ঘাম, ক্লান্তি, বেঁচে থাকা
স্বপ্নের মাঝে আরো কত স্বপ্নের ঘর !
রাস্তাটা বাড়তেই থাকে...
আমার আর কোথাও যাওয়া হয়না ।