আবছা আলোয় ফুটপাথের আম
চাকু দিয়ে কাটা বিশ্বাস
তরতাজা এবং সু-স্বাদু
ব্যাগভর্তি নিয়ে যায় অফিস ফেরত মানুষ
পচা ও ল্যাদল্যাদায় কয় টাকার ফাঁকি ?
সস্তা পোশাকে যদি সেলাই না থাকে
তিন দিন পর পাঁচটা বোতাম খুল্লেই
হয়ে যাও দিব্যি বডি বিল্ডার
তবু দুই বিবি ঘরে রেখে বলোনা, তুমি কুমার;
বাঁকা দাঁতের স্বামী ভাল্লাগেনা, কি বলব ?
দ্বিতীয় স্বামীটি যদি হয় ধনবান !