ঘূর্ণি ঝড়ে আকাশ-নদী
বাসটি যদি উল্টে যেত
থেতলে গিয়ে শরীর-মাথা
লম্প-ঝম্প পেটের ক্ষুধা
তিন কুড়ি ভোর তোর জন্যে
ঝগড়া-ঝাটির দীর্ঘ জীবন
শরীরের ঘাম নুনের হিসাব
অচেনা এক নন্দী গ্রাম
ঝাপসা চোখে কুঁকড়ে উঠি...
পকেটে হাত কার রে
মিটিং চলছে দশটা বাজে
মুখগুলো সব অচেনা
বেঁচে থাকার মজাটা হলো
বলব কথা শুনব না