গরম চেয়ারে পাছা, পুড়ে যাবার আগে
নগদ কন্ট্রাক্ট-
ঝড় এবং তুফানে হবো এক সাথে পার...
দু'গালের ভেতরে দু'টো আজন্ম শুপারী,
কী সুন্দর কথা বলে কানকাটা রমজান !
কিল দিয়ে শুপারী ভাঙ্গবে, সাহস আছে কার ?
থলের বিড়ালে যত চিনিখোর চোখ
প্রগতির খিলিপানে কেবল জাবর কাটে...
এক সাগর রক্ত, স্বাধীনতা, ধর্মনিরোপেক্ষতা
- হাইব্রিড ফসলে বাম্পার ফলন !
শকুনী ব্যালটে হোক আলকাতরা গণতন্ত্র,
ছুঁ-মন্ত্রে বহাল থাকবে টেকসই চেয়ার,
কোকাকোলা নাচ চলবেই...
শুধু শুপারীগালকে বলে কী লাভ, ছিঁ-ইসি !