টিনের চালে বৃষ্টি, অঝর ধারা;
আম ও কাঁঠালতলা ডাকে...
ভেজা উঠোন পেরুলেই বাঁশবাগান,
ঘূর্ণি বাতাসে এক পলকে দৌড়...
চোখে চশমা, মোটা কাঁচের নিচে বয়স
ব্যাক পেইন-এ সপ্তাহে দু'দিন থেরাপি;
নীল কালো হলুদ স্বপ্নে আকাশ ভারী,
এই বুঝি শুরু হলো ঝড়ো হাওয়া
আম ও কাঁঠালতলা এখনো ডাকছে...