নদীর জলে পড়ছে ছায়া
অনুকুল স্রোতে আমি দু'হাত বাড়িয়ে...
এটা কোন স্বপন নয়, জলস্পর্শে তোমাকে পাওয়া ।
হাটখোলার কুমকুম আর চলতি পথের শিলা
ঘরে-বাইরে শুধুই হোঁচট.......
পাখির নীড়ের মতো চোখ, আমি চিনিনা ।
একদিন সবুজ পাহাড়ের রুবিস্পর্শে
আঁকাবাঁকা পথে আকাশভারী, একা আমি ।
তারপর অারো কত ফুল পাখি প্রজাপতি পাহাড় নদী...
হঠাৎ একটা যুগান্তরের স্বপন,
ট্রেনের কামরায় আজও গভীর দু'চোখ । চিনিনা ।
বলো তো, কে তুমি হতে চাও এত আপন !