কুকুর কেন শৃঙ্খলা মেনে
শুধু কার্তিক মাসেই গরম হয়
নগ্ন শরীরে করে রাস্তায় সহবাস ?
নিকৃষ্ট প্রাণী বলেই হয়ত মেনে নিতে হয় ।
অধিকার আদায়ে একটু কামাড়া-কামড়ি
কখনো শুঁকে শুঁকে ভালোবাসার কসরত,
অন্ধকার থাকতে যদি বুনিয়াদকে পার করা যায়
তবে সহজেই এড়ানো যাবে দিনের নগ্নতা
থালা-বাসন বাজিয়ে আগামীকাল বিজয় উৎসব,
বিয়ের আগে যে গর্ভবতী হয়েছিল
সোনার চামচ মুখে দিয়ে তার
আসছেন রাজপুত্তুর । তাকে রাস্তা ছেড়ে দাও...
কাউখালীর বাজারে ভোট দিতে গিয়ে মজিদ মিয়া
দেখল, পথে কিছু কালা কুত্তা ঘেউ ঘেউ করছে
আর বলছে, চাচা বাড়ি যান, আপনের ভোট হয়ে গেছে ।