অন্ধকার ঘনিয়ে আসছে
লোকালয় ছেড়ে যাব না
নরম বিছানায় বসে আছে বার্ধক্য
শাখা দুলছে, মূল কি নিরুপায় ?
ছেঁড়া বই-এ রঙিন মলাট লাগাও
চেয়ারের সৌন্দর্য বাড়বেই,
বোনাস টাইমে শ্রম ও ঘামের দিন...
শাখা পূর্ণতা পাবে, মূলের প্রশান্তি;
নিজেকে আড়াল না করে উপায় কি ?