কান পাতলে বাঁশি বাজে...
ইনবক্সে বত্রিশটা অপঠিত মেইল;
আগামীকাল তিনজন ফরেনার আসবে
দেখবে কর্পোরেট অফিস, ফ্যাক্টরী, শো-রুম;
এখনো তৈরী হয়নি কস্টিং শিট, ইস্টক পজিশন রিপোর্ট
ইমার্জেন্সি ফান্ড ক্রাইসিসে নাকানি-চুবানি !
জানালায় বৃষ্টির ঝাপটা, চলছে ঝড়ো হাওয়া...
ভেজা আকাশে গাছগুলো জবুথবু,
না না আমি কিছু দেখছিনা
কেউ আসেনি আমার ঘরে
আমিহীন দীর্ঘ পথে এই পরবাসী আমি ।