লোহাবাবা না হতে পারলে
কিছু বদ-হজম থেকেই যাবে
তবু পেটের কথা মুখে আনা যাবেনা ।
সাদা পাতায় যত খুশী এঁকে যাও
ফুল পাখি পাহাড় নদী কচু ঘেচু...
কেবল সাথে চায় এক ছটাক সরিষার তেল,
পুরুস্কার দেবেনা কোন্ শালা !
বিদ্রোহী কবির ভোঁতা কলম
মাঝে মাঝে চাঁদ-তারায় জমে কিছু ছত্রাক;
প্রগতিবাদ, ধর্মনিরোপেক্ষতা, মুক্তবুদ্ধি
ছাব-কবলা দলিলে রেজিস্ট্রিকৃত ।
যার পেটে এখনো বদ-হজম
বাথরুম না করলে তার পেট ভারী লাগবেই ।
প্লিজ, পিঠের উপর দাঁড়িয়ে থেকোনা ?